মঙ্গলবার ১৮ চৈত্র ১৪৩১ ১ এপ্রিল ২০২৫

প্রকল্পের আউটপুট

১. বাংলাদেশের যে কোন ভূমির বিস্তারিত ইতিবৃত্ত অনলাইনে জানা যাবে।

২. অনলাইনে নামজারি জমাভাগ প্রক্রিয়া (ই-মিউটেশন);

৩. অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় ব্যবস্থাপনা;

৪. সিস্টেম থেকে দাগভিত্তিক ভূমি তথ্য ও হোল্ডিং উভয়ের সমন্বয়ে অটোমেশন পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নির্ধারিত হওয়া;

৫. এতে ভূমি মালিকের অধীন ভূমির পরিমান সিলিং মোতাবেক ভূমি মালিকের অধীনে ভূমির পরিমান ভূমির শ্রেণি (নাল, ভিটি, পাহাড় বাণিজ্যিক দোকান) ইত্যাদি ভূমি ব্যবহার ভিত্তিক তথ্য, ভূমির উন্নয়ন করের হার (স্লাব ভিত্তিক হার), ভূমির অবস্থান (মৌজা, দাগ, দাগের অংশের ইত্যাদি পরিমাণ মোতাবেক ভূমির অবস্থান) বিবেচনা করে সিস্টেমে এদের মিথস্ক্রিয়ায় ভূমি উন্নয়ন কর ধার্য করণ;

৬. স্বয়ংক্রিয় পদ্ধতিতে (বিলম্ব ফি) সুদ ও সুদের (বিলম্ব ফির) হার নির্ধারণ;

৭. অনলাইন পেমেন্টের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারা;

৮. ব্যবহার ভিত্তিক শ্রেণি পরিবর্তনের সাথে সাথে ভূমি উন্নয়ন কর নির্ধারণ প্রক্রিয়া সহজিকরণ;

৯. অনলাইন ডাটাবেইজ সিস্টেম সফটওয়্যারে ধাপে ধাপে কার্যপ্রণালি অনুসারে কর্মসম্পাদন ও সেবাদান এবং বাস্তবসময় ভিত্তিক হাল দাবি নির্ধারণ ও অবহিতকরণ;

১০. ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা;

১১. অনলাইন ডাটাবেইজ সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে ধাপে ধাপে কার্যপ্রণালি অনুসারে কর্মসম্পাদন ও সেবা প্রক্রিয়া অবহিতকরণ

১২. জনগনের দুর্ভোগ ও হয়রানি কমবে;

পরিকল্পনা ও বাস্তবায়নে

images

অ্যাপ ডাউনলোড করুন

Play Store ImagePlay Store Image

সামাজিক যোগাযোগ

imagesimagesimagesimages

কারিগরি সহায়তায়

images
images
images
images

কপিরাইট ©২০২৫ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

পরীক্ষামূলক সংস্করণ